অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের চোখধাঁধানো স্টান্ট

অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের চোখধাঁধানো স্টান্ট

অনলাইন ডেস্ক

অবশেষে পর্দা নামলো প্যারিস অলিম্পিকের এবারের আসর। প্যারিস অলিম্পিকের শুরুটা হয়েছিলো সিন নদীতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। স্তাদে দ্য ফ্রান্সে গতকাল ১৬ দিনের এই আনন্দযজ্ঞের সমাপ্তি ঘটেছে। চমক জাগানো সব আয়োজন ছিলো উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানেও।

সেখানে হাজির ছিলেন হলিউড তারকা টম ক্রুজ, গায়িকা বিলি আইলিশসহ বহু খ্যাতনামা তারকা। সমাপনী অনুষ্ঠানে চোখধাঁধানো পারফর্ম করেন টম ক্রুজ। তিন ঘণ্টা ধরে চলে প্যারিস সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসতে দেখা যায় টম ক্রুজকে।

এরপর সিমোন বাইলস এবং লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে সেই পতাকা নিয়ে চলে যান। পরের দৃশ্যে, তিনি পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন (এই দৃশ্যটি আগেই শুটিং করা হয়)।

এরপর তিনি অলিম্পিক রিংগুলোর ঝলক দেখালেন। পরে পতাকাটি হস্তান্তর করা হয় যুক্তরাষ্ট্রের মাইকেল জনসনের হাতে।

অনুষ্ঠানে বেলজিয়ামের পপ গায়িকা অ্যাঞ্জেল ভ্যান উইক, কিউমিস্কি,  র‌্যাপার ওনেদাসহ বহু তারকা পারফর্ম করেছেন।

news24bd.tv/TR  

এই রকম আরও টপিক