কেন্দ্রীয় ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পর এবার চারজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে দুইজন ডেপুটি গভর্নর, আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা রয়েছেন।

সোমবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগ করা দুইজন ডেপুটি গভর্নর হলেন কাজী ছাইদুর রহমান এবং মো. খুরশিদ আলম।

এছাড়া বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাসও পদত্যাগ করেছেন। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আবু ফারাহ মো. নাছেরও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত বুধবার বেশ কিছু বিক্ষুব্ধ কর্মকর্তা, কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করে। সেদিন চাপের মুখে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান হাতে লেখা পদত্যাগপত্র জমা দিয়ে ব্যাংক ত্যাগ করেন।

মৌখিকভাবে পদত্যাগের কথা জানান আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

এ কর্মকর্তারা সেদিন দাবি করেছিলেন ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী। তারা থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না।

গত শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এর দুই দিন পর রোববার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে ডেপুটি গভর্নর নূরুন নাহারকে ভারপ্রাপ্ত গভর্নর করা হয়। অন্তর্বর্তী সরকার একজন গভর্নর খুঁজছে বলে জানা গেছে।

news24bd.tv/আইএএম