প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক

প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক

নেত্রকোনা প্রতিনিধি

শনিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে নেত্রকোনা থেকে আটক করেছে র‌্যাব-১৪।   আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে নেত্রকোনা জেলা শহরের সাতপাই বিলপাড় এলাকার সায়মন ছাত্রাবাস থেকে আটক করা হয়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ-এর অধিনায়ক লেঃ কর্ণেল এম এ শোভন খান জানান, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের সাজ্জাদ হোসেনের পুত্র মহসিন আলম সাজু (১৮) নেত্রকোনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র। সে সাতপাই বিলপাড় এলাকার সায়মন ছাত্রাবাসে থেকে লেখাপড়া করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ গত কয়েকদিন যাবৎ সাজুর মোবাইল কল ও সামাজিক যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তির মাধ্যমে মনিটরিং করে আসছিল। সে একটি ফেক আইডি খুলে ভুয়া প্রশ্নপত্র তৈরী করে পরীক্ষার্থীদের কাছে বিক্রি করার অভিযোগে র‌্যাব সায়মন ছাত্রাবাস থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কিশোরগঞ্জ র‌্যাব-১৪ অফিসে নিয়ে যায়।  
 

সম্পর্কিত খবর