অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শহরের হোসেনপুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র-জনতা আন্দোলন করে স্বৈরাচারিনী হাসিনাকে পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করেছে।
news24bd.tv/কেআই