প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর বান্দরবান জেলার সাতটি থানার কার্যক্রম আবারও শুরু হয়েছে। সোমবার (১৩ আগস্ট) কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কাজে যোগ দেওয়ায় থানার কার্যক্রম শুরু হয়।
সকাল থেকে থানা, ফাঁড়ি ও পুলিশ লাইনসে যোগ দিতে শুরু করেন কনস্টেবল থেকে পরিদর্শক মর্যাদার পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশের সদস্যরা যোগ দেওয়ার পর সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থী ও আনসার সদস্যরা ফিরে গেছেন।
৫ আগস্ট থেকে জনশূন্য থাকা বান্দরবান সদর থানার প্রাঙ্গণে আজ সকাল থেকেই ছিল মানুষের ভিড়। জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, থানার সবাই কর্মস্থলে যোগ দিয়েছেন। প্রথম দিনে তিনটি সাধারণ ডায়েরি হয়েছে, কোনো মামলা হয়নি।
রুমা ও লামা থানার ওসি জানান, দুই থানায় এরই মধ্যে সব পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন।
পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, জেলায় পুলিশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কিছু পুলিশ সদস্য ছুটিতে রয়েছেন। তাঁরা ১৫ আগস্টের মধ্যে কাজে যোগ দেবেন।
news24bd.tv/DHL