তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী আজ 

সংগৃহীত ছবি

তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী আজ 

অনলাইন ডেস্ক

মাটির ময়না খ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের মৃত্যবার্ষিকী আজ। প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মাটির ময়না’ (২০০২) দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। ২০১১ সালের ১৩ আগস্ট মারা যান তিনি।

মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন ২০১১ সালের এই দিনে।

বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক কাতারে নিয়ে যাওয়াসহ চলচ্চিত্রে বিকল্প ধারা প্রচলন করেন  চলচ্চিত্রকার তারেক মাসুদ। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকারও। চলচ্চিত্রের প্রতিটি বিভাগে তার যোগ্যতা তিনি তার সিনেমায় প্রমাণ করে গেছেন।  

প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মাটির ময়না’ (২০০২) দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন তারেক মাসুদ।

কান উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে জায়গা করে নিয়েছিল ছবিটি। তাঁর ‘অন্তর্যাত্রা’, ‘রানওয়ে’ কিংবা প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’, ‘মুক্তির গান’ও এখনো দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে আছে।  

স্বাধীন ধারার চলচ্চিত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছিলেন তারেক মাসুদ। তারেক মাসুদ ১৯৫৬ সালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।  

news24bd.tv/এসএম