খান ইউনুসে বোমা হামলায় নিহত ১০ 

সংগৃহীত ছবি

খান ইউনুসে বোমা হামলায় নিহত ১০ 

অনলাইন ডেস্ক

পূর্ব খান ইউনিসের আবসান আল-কাবিরা এলাকায় একটি বাড়িতে রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে 10 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং একইসঙ্গে কিছু পশ্চিমা দেশ ইসরাইলকে গাজায় তাদের অপরাধ অব্যাহত রাখতে উৎসাহিত করেছে "উদাসিনতা ও সমর্থনের" মাধ্যমে। ইরানের মেহর বার্তা সংস্থার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

গত বছর ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। তারপরেই ফিলিস্তিনে পালটা আক্রমণ চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৯,৮৯৭ জন নিহত এবং ৯২,১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে আনুমানিক ১১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি বন্দী হয়েছিল।

সূত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক