আক্রমণের জন্য যোগ্য জবাব পাবে ইউক্রেন: পুতিন 

সংগৃহীত ছবি

আক্রমণের জন্য যোগ্য জবাব পাবে ইউক্রেন: পুতিন 

অনলাইন ডেস্ক

ইউক্রেনের সেনারা রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে এক হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের এক সপ্তাহের মাথায় এই নিয়ন্ত্রণ নিলো তারা। কিয়েভের শীর্ষ কমান্ডার অলেক্সান্ডার সিরস্কি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন রাশিয়ার দক্ষিণে তাদের অনুপ্রবেশের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে।

একইসঙ্গে তিনি ইউক্রেনকে সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেন "যোগ্য জবাব" পাবে।

গত সপ্তাহে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সীমান্ত দিয়ে কুরস্ক অঞ্চলের পশ্চিম অংশে প্রবেশ করে। ২০২২ সালে দেশটিতে রাশিয়ার যুদ্ধ শুরুর পর সীমান্ত জুড়ে ইউক্রেনের সবচেয়ে বড় অনুপ্রবেশ এটি।

সোমবারে (১২ আগস্ট) প্রথমবারের মতো জেলেনস্কি নিশ্চিত করেছেন যে ইউক্রেনের সামরিক বাহিনী কুরস্কের অভ্যন্তরে কাজ করছে।

ভাষণে জেলেনস্কি বলেছিলেন, মস্কো যুদ্ধকে অন্যান্য দেশে নিয়ে যাওয়ার পরে যুদ্ধ এখন রাশিয়ায় ফিরে আসছে। সূত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক