সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির প্রেম চলছে বলে গুঞ্জন উঠেছে বি-টাউনে। ইব্রাহিম ও পলককে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। তবে বরাবরই প্রেমের কথা অস্বীকার করেছেন পলক তিওয়ারি।
গত বছর বলিউডে অভিষেক হয় পলকের।
চলতি বছরেই নববর্ষের রাতে একটি পার্টি থেকে বেরিয়ে একই গাড়িতে উঠতে দেখা যায় ইব্রাহিম-পলককে। কিন্তু, আলোকচিত্রীদের দেখে পোশাক দিয়ে নিজের মুখ আড়াল করার চেষ্টা করেন ইব্রাহিম।
অতীতেও বেশ কয়েকবার ইব্রাহিমের গাড়িতে তাঁকে দেখা মাত্রই মুখ লুকিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। এবার মেয়ের প্রেম জীবন প্রসঙ্গে পলকের মা শ্বেতা বলেন, ‘‘আমার মেয়ে এখন বাচ্চা। প্রতিদিন ওকে কোনও না কোনও ছেলের সঙ্গে জুড়ে দেওয়া হয়। ও পাত্তা দেয় না এই বিষয়গুলিকে। তবে এভাবে কতদিন চলবে আমি জানি না। আমার অবশ্য কিছু এসে যায় না। আমি বরং এগুলো নিয়ে হাসাহাসি করি। ’’
news24bd.tv/TR