বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেক ধর্মের মানুষ তার অধিকার পাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের সবাই এক পরিবার। বিভেদ করার কোনো সুযোগ নাই।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন। কথা বলেন সনাতন ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে। এ সময় ধর্মীয় আবেগ থেকে সনাতন ধর্মাবলম্বীদের ক্ষুব্ধ না হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সরকারকে সহযোগিতা করতে।
প্রধান উপদেষ্টা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আইনের অধিকার সবার সমান। ধৈর্য ধরে আমাকে সাহায্য করেন। তারপর বিবেচনা করবেন কী পারলাম আর কী পারলাম না।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ্য। হিন্দুরা সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাইতে পারে।
news24bd.tv/SHS