এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলামকে। তাকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। তবে বর্তমানে তার কোনো দায়িত্ব নেই।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সবশেষ এসবি প্রধানের দায়িত্ব পালনের আগে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান ছিলেন তিনি।
মনিরুল ইসলাম ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে দুই বছর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা।
আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।
news24bd.tv/SHS