পার্বত্য এলাকায় শান্তি চুক্তি বাস্তবায়নই এখন অগ্রাধিকার: সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা- ফাইল ছবি

পার্বত্য এলাকায় শান্তি চুক্তি বাস্তবায়নই এখন অগ্রাধিকার: সুপ্রদীপ চাকমা

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির বাস্তবায়নে কাজ করাই হবে এখন অগ্রাধিকার। এজন্য যা যা সিদ্ধান্ত নিতে হয় তা নেয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, পাহাড় এবং সমতলের মানুষের জীবনমানের মধ্যে এখনও অনেক তফাৎ, এখনও মানবিক জীবন থেকে পাহাড়ি জনবল দূরে আছে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হলে বর্তমান পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা।

সুপ্রদীপ চাকমা বলেন, তিন পার্বত্য জেলার জেলা পরিষদও পুনর্গঠন করা হবে। পার্বত্য চট্টগ্রামে প্রশাসনিক সংস্কার হলে এখানকার অনেক কাজ সহজ হবে। তাই সব জায়গায় পেশাদার জনবল নিয়োগ দেয়া হবে।

news24bd.tv/FA