রাজধানীর গেন্ডারিয়া বসু বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আনিছ (৪৭) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। নিহত আনিছ পেশায় আংটি ও পাথর বিক্রেতা ছিলেন।
মঙ্গলবার (১৩ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃতের বড় ভাই মো. নাদিম বলেন, আনিছ বিএনপির কর্মী ছিল আংটি ও পাথরের ব্যবসা করতো। বিকেলে বাসা থেকে বের হয়। পরে খবর পাই সে গুলিবিদ্ধ হয়েছে। ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।