সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর অবশেষে আজ বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশের সাথে শুরু হয়েছে ট্রেন যোগাযোগ।
সকাল থেকেই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। গত ১৩ আগস্ট থেকে শুরু হয় মেইল-এক্সপ্রেস-লোকাল-কমিউটার ট্রেন চলাচল।
এর আগে রোববার (১১ আগস্ট) রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল-এক্সপ্রেস-লোকাল-কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে।
সেখানে বলা হয়, আন্তঃনগর ট্রেনের টিকিট ১২ আগস্ট বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
গত ১৯ জুলাই থেকে গত ৫ আগস্ট পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে।