৭৮ তম স্বাধীনতা দিবসে জেগে রয়েছে কলকাতার রাজপথ। রাস্তায় নেমেছেন নারীরা। দাবি আরজি কর কাণ্ডে মৃত চিকিৎসকের অপরাধীদের শাস্তি। বাংলা সিনেমার তারকাদের বৃহস্পতিবারের এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেছে, তেমনই আওয়াজ তুলেছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী আলিয়া ভাট।
একটি ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানালেন আয়ুষ্মান। ভিডিওটিতে নিজের লেখা কবিতা পাঠ করেন তিনি। সেখানে তিনি বলেন, ‘আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমোতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তা হলে ঘুরে বেড়াতাম সারা রাত।
আলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়া কাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কী ভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নারীদের সুরক্ষা আসলে তাঁদের নিজেদের হাতেই তুলে নিতে হবে। ’ সুত্র: আনন্দবাজার
news24bd.tv/এসএম