সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া: আসিফ নজরুল

সংগৃহীত ছবি

সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

সামাজিক মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন’। বিভিন্ন পোস্টের কমেন্টেও দেখা গেছে রাষ্ট্রপতির পদত্যাগের কথা। তবে এটি মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রাষ্ট্রপতির পদত্যাগের খবরটি আসিফ নজরুলের নাম ব্যবহার করে ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আইন উপদেষ্টা লেখেন, ‘আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন (পদত্যাগ) করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে- তা ভুয়া। ’

তবে নানা বিতর্ক ও সমালোচনার পর অবশেষে পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। বুধবার (১৪ আগস্ট) অনলাইন মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।

পদত্যাগপত্রে অসুস্থতা জনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তিনি। ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান।

news24bd.tv/FA