টানা দুই হারের পর জয়ের দেখা পেল এইচপি 

ফাইল ছবি

টানা দুই হারের পর জয়ের দেখা পেল এইচপি 

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি২০ সিরিজে প্রথম ম্যাচে জয় তুলে নেয় বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। এরপর টানা দুই হারের পর আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফের জয়ের দেখা পেয়েছে এইচপি। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ৬ উইকেটে হারিয়েছে আকবর আলীরা।

ডারউইনে আজ টসে জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি ২০ ওভারে করে ১২৪ রান।

সেই রান তাড়ায় নেমে ২০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এইচপি দল।

আগে ব্যাট করা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে অল্পতে আটকে দেওয়ার মূল কারিগর বোলাররা। ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। আবু হায়দার রনি ২ উইকেট নেন ওই ২৬ রান খরচায়।

লক্ষ্য তাড়ায় নেমে জয়ের কাজ সহজ করে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও জিশান আলম। তারা গড়েন ৫১ রানের জুটি। তানজিদ তামিম ১৫ বলে ১৮ রান করে ফিরলেও ফিফটি তুলে নেন জিশান। ৩৬ বলে ৫০ রান করে আউট হন তিনি। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন এই ওপেনার।

এরপর পারভেজ হোসেনের ২৩ রান ও আফিফ হোসেনের ১৭ রানে সহজ জয় পায় এইচপি। বিসিবি এইচপির পরের ম্যাচে আগামীকাল, পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর