কয়েকদিন আগেই 'দেবরা: পার্ট ১'-এর শুটিং শেষ করেছেন দক্ষীণি অভিনেতা জুনিয়র এনটিআর। এবার এলো দুঃসংবাদ। অভিনেতা হাতে চোট পেয়েছেন। সম্প্রতি, জিমে ওয়ার্কআউট করতে গিয়ে কব্জিতে চোট পেয়েছেন তিনি।
বিবৃতিতে বলা হয়েছে, 'কিছুদিন আগে জিমে ব্যায়াম করার সময় এনটিআর-এর বাম হাতের কব্জিতে সামান্য চোট লেগেছিল। সতর্কতা হিসেবে তার হাতে প্লাস্টার করে দেওয়া হয়েছে। চোট থাকা সত্ত্বেও, মিঃ এনটিআর গত রাতে দেবরার শুটিং শেষ করেছেন।
এনটিআর জুনিয়র সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন তিনি। অভিনেতা বলেছেন, তিনি মঙ্গলবার হায়দরাবাদে ছবিটির শুটিং শেষ করেছেন। অভিনেতা লিখেছেন, 'দেবরা পার্ট ওয়ান’-এর জন্য আমি আমার শেষ শট দিয়েছি। এটা একটা অনবদ্য জার্নি। আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি এবং এই দুর্দান্ত টিমটিকে মিস করব। আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।
news24bd.tv/TR