মারা গেলেন হলিউড অভিনেত্রী জেনা রোলান্ডস

সংগৃহীত ছবি

মারা গেলেন হলিউড অভিনেত্রী জেনা রোলান্ডস

অনলাইন ডেস্ক

হলিউড অভিনেত্রী জেনা রোলান্ডস মারা গেছেন। বুধবার (১৪ আগস্ট) ক্যালিফোর্নিয়ার বাসায় মারা যান ৯৪ বছর বয়সী এই অভিনেত্রী। তিনবার এমিজয়ী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে আলঝেইমারে ভুগছিলেন।

১৯৩০ সালে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী।

পঞ্চাশের দশকে মঞ্চ ও টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। পরবর্তীতে টেলিভিশনেও দেখা গেছে তাকে।

‘আ উইমেন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স’ ও ‘গ্লোরিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন জেনা রোলান্ডস। ছবি দুটি পরিচালনা করেছেন তাঁর প্রথম স্বামী জন ক্যাসাভেটস।

রোলান্ডস ১৯৫৪ সালের ৯ই এপ্রিল চলচ্চিত্র পরিচালক জন ক্যাসাভেটিজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের তিন সন্তান- নিক ক্যাসাভেটিজ, আলেকজান্ড্রা ক্যাসাভেটিজ ও জো ক্যাসাভেটিজ।

জন ক্যাসাভেটিজ ১৯৮৯ সালের ৩রা ফেব্রুয়ারি মারা যান। পরবর্তীতে ২০১২ সালে রোলান্ডস ব্যবসায়ী রবার্ট ফরেস্টকে বিয়ে করেন।

জন ক্যাসাভেটস ও জেনা রোলান্ডস দম্পতির তিন সন্তানই নির্মাণ ও অভিনয় করেন। ছেলে নিক ক্যাসাভেটসের পরিচালিত ‘দ্য নোটবুক’ সিনেমায় অভিনয় করেছেন জেনা রোলান্ডস।

news24bd.tv/এসএম