অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সংখ্যা আরও কয়েকজন বাড়ানো হচ্ছে।  নতুন করে শপথ নেবেন আরও পাঁচ উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে। নতুন উপদেষ্টারা আগামীকাল শুক্রবার শপথ নেবেন।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপদেষ্টার সংখ্যা বাড়তে পারে ৫ জন। তবে নতুন করে কে কে উপদেষ্টা হচ্ছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে গত ৮ আগস্ট শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওইদিন শপথ নেন সরকারের আরো ১৩ উপদেষ্টা।

news24bd.tv/তৌহিদ