বেরোবিতে প্রভোস্টসহ ৮ জনের পদত্যাগ

বেরোবিতে প্রভোস্টসহ ৮ জনের পদত্যাগ

অনলাইন ডেস্ক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মীর শাহীনুর রহমানসহ আরও সাতজন সহকারী প্রভোস্ট পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগ পত্রে তারা দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা জানান।

 

এর আগে, গত ৯ আগস্ট বেরোবির উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ পদত্যাগ করেন এবং গত ৬ আগস্ট বেরোবির প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী পদত্যাগ করেন।

news24bd.tv/SHS