শেখ হাসিনা ও দোসরদের বিচার দাবিতে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ

রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ

গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা

শেখ হাসিনা ও দোসরদের বিচার দাবিতে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলচত্বর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

ভুলতা এলাকার কর্মসূচিতে বেলা ৪টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড এবং পাড়ামহল্লা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিস্থলে আসতে থাকেন।

এ সময় হাজার হাজার লোকের উপস্থিতিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলচত্বর এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ভুলতা এলাকার কর্মসূচিতে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভূঁইয়া, যুবদল নেতা আফজাল কবির, আরিফুজ্জামান ইমন, ডা. মাহামুদুল হক প্রমুখ।

news24bd.tv/আইএএম