বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি পালন করেছে। তবে এই কর্মসূচি পালনের সময় বিভিন্ন জায়গায় মানুষের ফোন চেক করে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ।
বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় রিফাত রশিদ এ কাজের সমালোচনা করেন।
তিনি আরও বলেন, ফোন চেকসহ নাগরিকের ব্যক্তিজীবনের স্বাভাবিক যাত্রা বিনষ্ট হয় এমন কিছুই করবেন না। বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে ‘মানুষের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা’ নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ।
news24bd.tv/SHS