আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে বলব আর ঝামেলা কইরেন না। টিকতে পারবেন না। আজকে ৩২ নম্বরে যেতে আমাদের কারোর আপত্তি ছিল না। কিন্তু ছাত্ররা তা হতে দেয়নি।
আজ বৃহস্পতিবার এক সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে ফখরুল বলেন, সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চায় দলটি।
তিনি বলেন, ঝামেলা না করে আত্মসমর্পণ করুন। এদিক-ওদিক ঘুরে লাভ হবে না। ইট মারলে পাটকেল খেতে হয়। আল্লাহ তাদের বিচার করছে। সালমান-আনিসুলদের মতো তারেক রহমানকেও আদালতে নেওয়া হয়েছে।
তাদের আন্তর্জাতিক মানবতাবিরোধী আইনে বিচারের দাবি জানান মির্জা ফখরুল।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, কোনো খারাপ কাজ করা যাবে না। সরকারকে সবাই সহযোগিতা করুন। এই সরকার মানুষের আন্দোলনের ফসল।
বিএনপি নেতাকর্মীদের নামে সব মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, যারা বিগত সরকারের হয়ে অপরাধমূলক কাজ করেছে, তাদের বের করে বিচার করতে হবে।
news24bd.tv/তৌহিদ