ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ অভিনব ভঙ্গিতে রোমান ঐতিহ্যের মোড়কে স্ত্রীকে ভালোবাসা জানালেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়ির পেছনের উঠানে স্ত্রী প্রিসিলা চ্যানের বিশাল ভাস্কর্য তৈরি করেছেন তিনি। ভাস্কর্যটির ছবি ও ভিডিও দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মার্ক জাকারবার্গ। ছবিতে দেখা যায়, নিজের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রিসিলা চ্যান।
সেই ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে জাকারবার্গ লিখেছেন, স্ত্রীর ভাস্কর্যে রোমান ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা। পোস্টে তিনি ভাস্কর ড্যানিয়েল আশরামকে ধন্যবাদ জানিয়েছেন এটি তৈরি করার জন্য।
ভিডিওতে দেখা যাচ্ছে, সবুজে মোড়ানো প্রিসিলা চ্যান রুপালি চাদরে আচ্ছাদিত। ইনস্টাগ্রামে মার্কের পোস্টে মন্তব্য করার পাশাপাশি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এটি শেয়ার করেছেন প্রিসিলা চ্যান।
উল্লেখ্য, ২০১২ সালের ১৯ মে চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক প্রিসিলা চ্যানকে বিয়ে করেন মার্ক জাকারবার্গ। তাদের তিন কন্যাসন্তান রয়েছে। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)
news24bd.tv/SC