ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের নূর মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে পথসভায় বক্তব্য রাখেন, বাগেরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম সরদার, আরমান শিকদার, নিহান মিনা প্রমুখ। news24bd.tv/নাহিদ শিউলী...
উপ-হাইকমিশনে হামলা ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ
রেললাইনে ছবি তুলতে গিয়ে ৪ হাত-পা কাটা পড়া সেই শিশুর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় খালার কোলে থাকা ১১ মাস বয়সী সেই শিশু আয়শা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে মারা যায় শিশুটি। এদিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বুধবার সন্ধ্যায় খালা মিথিলা আক্তার(১৪) মারা যায়। বুধবার সাড়ে ৫টার দিকে শিবচরের পাঁচ্চর রেল সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর মামা দিদার শিকদার মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বুধবার খালা মিথিলা আক্তার কোলে করে শিশু আয়শাকে নিয়ে রেললাইনে ওঠে। এসময় ছবি তুলতে গেলে রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিথিলা মারা যায়। হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শিশুটি মারা যায়। নিহত আয়শা পাঁচ্চর সংলগ্ন নাসিরেমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।...
নোয়াখালীর ডুবোচরে ভেসে এলো বিশালাকৃতির তিমি
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি তিমি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কাঠালিয়া এলাকার মেঘনা নদী থেকে তিমিটিকে অবমুক্ত করা হয়। এর আগে, একই দিন সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি দেখতে পায় স্থানীয় শত শত লোকজন। খবরটি ছড়িয়ে পড়লে বিশাল এই তিমিকে দেখতে ভিড় জমান সাধারন মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাতে জোয়ারের পানিতে তিমি মাছটি উপজেলার চর আতাউরের ডুবোচরে ভেসে আসে। সকালে স্থানীয় জেলেরা দেখেন কাদা পানিতে প্রায় ৫০ মণ ওজনের তিমি মাছটি আটকে আছে। খবর পেয়ে কোস্টগার্ডের একদল সদস্য ঘটনাস্থলে আসে। পরে জেলেদের সহযোগিতায় তারা মাছটি উদ্ধার করে মেঘনা নদীতে ছেড়ে দেয়। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরের দিকে চলে আসে। পরে মেঘনা নদীর গভীর পানিতে নিয়ে...
রাজবাড়ীর ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিরা পাচ্ছেন নতুন করে বীজ
রাজবাড়ী প্রতিনিধি
সরকারের পক্ষ থেকে নতুন করে পেঁয়াজ বীজ পেল রাজবাড়ীর কৃষকেরা। সম্প্রতি কৃষি প্রণোদনার পেঁয়াজ বীজ রোপণে ৪ হাজার কৃষক ক্ষতিগ্স্ত এমন সংবাদ নিউজ ২৪ টেলিভিশনে প্রচারের পর থেকে জেলা জুড়ে ব্যাপক সামালোচনা তৈরি হয়। গঠিত হয় ৪ সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটির সুপারিশে সত্যতা মেলে নষ্ট বীজের। ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে পুনরায় বীজ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বীজ প্রত্যয়ক কর্মকর্তা মো. মাজিদুর রহমান। তিনি বলেন, আমরা তদন্ত করে মাঠ পর্যায়ে নষ্ট বীজের বিষয়ে প্রতিবেদন পাঠিয়েছিলাম। এরপর সিধান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ১ কেজি করে বীজ পুনরায় দেওয়া হবে। জানাযায় ২০২৪-২০২৫ অর্থবছরে রাজবাড়ীর কৃষি বিভাগ বারি ফোর, তাহেরপুরি ও বারি এক জাতের বীজের জন্য বিএডিসিকে ১ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করেন। নভেম্বরে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর