ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ । বৃহস্পতিবার বাদ আছর দলটির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিছিলটি বাজার ষ্টেশন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বাজার ষ্টেশনে পৌছায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সংগঠনের জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলার সেক্রেটারী হাফেজ হাবিবুল্লাহ, সহ-সভাপতি মাও: জিয়াউল হক জিয়া ও যুব আন্দোলনের সেক্রেটারি আলামিন হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে ভারতের আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। না হলে বাংলাদেশের জনগন ঐক্যমতের ভিত্তিতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করবে। এছাড়াও বক্তারা গণহত্যা এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের...
হাইকমিশনে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জ প্রতিনিধি
জিআই স্বীকৃতি পেল শেরপুরের ‘সুস্বাদু ছানার পায়েস’
জুবাইদুল ইসলাম, শেরপুর
তুলশীমালা ধানের পর এবার শেরপুরের ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পেল জেলার সুস্বাদু মিষ্টান্ন ছানার পায়েস। আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান স্বাক্ষরিত এক পত্রে দেশের ৪৪তম জিআই পণ্য হিসেবে ছানার পায়েসকে স্বীকৃতি দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। তিনি জানান, পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে এ স্লোগান সামনে রেখে শেরপুর জেলার ব্র্যান্ডিং বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় তুলশীমালা ধানের পর শেরপুরের সুস্বাদু মিষ্টান্ন ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য চলতি বছরের ১৫ জানুয়ারি জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প...
উপ-হাইকমিশনে হামলা ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ
ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের নূর মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে পথসভায় বক্তব্য রাখেন, বাগেরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম সরদার, আরমান শিকদার, নিহান মিনা প্রমুখ। news24bd.tv/নাহিদ শিউলী...
রেললাইনে ছবি তুলতে গিয়ে ৪ হাত-পা কাটা পড়া সেই শিশুর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় খালার কোলে থাকা ১১ মাস বয়সী সেই শিশু আয়শা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে মারা যায় শিশুটি। এদিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বুধবার সন্ধ্যায় খালা মিথিলা আক্তার(১৪) মারা যায়। বুধবার সাড়ে ৫টার দিকে শিবচরের পাঁচ্চর রেল সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর মামা দিদার শিকদার মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বুধবার খালা মিথিলা আক্তার কোলে করে শিশু আয়শাকে নিয়ে রেললাইনে ওঠে। এসময় ছবি তুলতে গেলে রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিথিলা মারা যায়। হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শিশুটি মারা যায়। নিহত আয়শা পাঁচ্চর সংলগ্ন নাসিরেমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর