রাজধানী ঢাকার বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই বুধবার (১৩ মে) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। যেসব এলাকার দোকানপাট বন্ধ বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু। যেসব মার্কেট বন্ধ থাকবে যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।...
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
অনলাইন ডেস্ক

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া সাধারণ শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। news24bd.tv/RU
অ্যাম্বুলেন্স ভাড়ার সামর্থ্য নেই, নিথর রোজাকে নেয়া হলো অটোরিকশায়
অনলাইন ডেস্ক

তেজগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া শিশুটির লাশ ময়নাতদন্তের পর মর্গ থেকে সিএনজি অটোরিকশায় করে বাড়ি নিয়ে গেছেন। পরিবারটি হতদরিদ্র হওয়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য নেই। তাই এক আত্মীয়র অটোরিকশায় লাশ তেজকুনি পাড়ায় নেন স্বজনরা। সোমবার সকালে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু রোজা মনি। তার স্বজন ও প্রতিবেশীরা এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং এলাকায় মাইকিংও করা হয়। পরের দিন সকাল ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বস্তার ভেতরে মেলে রোজা মনির নিথর দেহ। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। এদিন বিকাল ৫টার দিকে মর্গ থেকে সিএনজি অটোরিকশায় লাশ নিয়ে তেজকুনি পাড়ায় ফেরেন শিশুটির দুলাভাই মোবারক হোসেন। মোবারক বলছেন, তার...
ঢাকায় মূল সড়কে রিকশা চলবে না: ডিএনসিসি প্রশাসক
বন্ধ হচ্ছে ওয়ার্কশপ-চার্জিং পয়েন্ট
অনলাইন ডেস্ক

ঢাকার মূল সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, রিকশা চলবে কেবল অভ্যন্তরীণ সড়কে। মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে ডিএমপি ও ডিএনসিসির যৌথ অভিযানে এ নির্দেশ দেন তিনি। এজাজ জানান, ২০ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী ব্যাটারিচালিত রিকশা। বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এগুলো নীতিমালা ও নিরাপত্তা বিবেচনা ছাড়া তৈরি। প্রায়ই পথচারীদের ওপর উঠে যাচ্ছে। তিনি জানান, অবৈধ রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদন কারখানা বন্ধে ডেসকোর সহায়তায় পদক্ষেপ নেওয়া হবে। বুয়েটের সহায়তায় নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নকশা অনুমোদিত কোম্পানির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। চালকদের প্রশিক্ষণ শেষে লাইসেন্স দেওয়া হবে এবং নির্দিষ্ট এলাকায় অনুমোদিত রিকশা...