বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় প্রাণহানিতে সমবেদনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। সেই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদরোয়ান বলেন, আমরা আমাদের বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি তুরস্কের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি।
দুই দেশের মধ্যে সংহতির ওপর গুরুত্বারোপ করে এরদোয়ান বলেন, সহায়তা কার্যক্রমের মাধ্যমে- আমরা আমাদের বাংলাদেশি ভাই-বোনদের একা ছেড়ে দিচ্ছি না। তারা বড়ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে, আমরা তাদের এই ক্ষতি নিরাময়ের জন্য পাশে থাকবো।
প্রেসিডেন্ট আরও বলেন, 'আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের রহমত করুন।
আরও পড়ুন: ড. ইউনূসকে এরদোয়ানের অভিনন্দন
এরদোয়ান ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে মোট ১৬ হাজার ৭৫০টি সহায়তা প্যাকেজ বিতরণ করার কথা জানিয়েছেন। 'এএফএডি', 'তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা' এবং তুরস্কের বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।
এদরোয়ান তার এক্স (সাবেক টুইটার) একাউন্টে দেওয়া এক পোস্টে, বাংলাদেশের বন্যাদুর্গতদের একটি ভিডিও প্রকাশ করে এসব কথা লিখেছেন।
news24bd.tv/JP