ছাত্র-জনতা আন্দোলনের সময়ে গণহত্যায় উসকানি দেয়ার অভিযোগে আওয়ামী সরকারের ২০ মন্ত্রী-এমপি, পুলিশ ও ৩০ সুশীলসহ বিভিন্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দায়ের করেন আইনজীবী এমএইচ গাজী। পরে তিনি বলেন, একটি অভিযোগ দাখিল হয়েছে। সেখানে ২০ জন মন্ত্রী এমপি, পুলিশ ও ৩০ জন সুশীল ও মিডিয়া ব্যক্তিত্বকে আসামি করা হয়েছে।
জানা গেছে, যারা ৩ আগস্ট শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন এবং সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উসকানি দিয়েছেন এবং টক শো করে গণহত্যার বৈধতা দিয়েছেন অভিযোগে তাদের আসামি করা হয়েছে।