৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। এই ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবারপাখতুনখোয়ায়। এছাড়াও দেশটির মারদান, মালাকান্দ, হাঙ্গু, বানার, শাংলা, দীর ও চরসাদ্দা শহরও এর মধ্যে রয়েছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে দেশের এ ভূমিকম্প অনুভূত হয়।
পাকিস্তানের আবহাওয়া বিভাগের (পিএমডি) ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে। হিন্দু কুশের ২১৫ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আফগানিস্তানের ইশকাশিম শহর থেকে ২৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে।
ভূমিমম্পের বিষয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, খাইবারপাখতুনখোয়া প্রদেশসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে।
news24bd.tv/তৌহিদ