বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের (কেসিএমসিএইচ) কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার খুলনা সোনালী ব্যাংক কর্পোরেট শাখার মাধ্যমে ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ এই অর্থ প্রদান করা হয়।
ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আল মামুনের হাতে পে-অর্ডার হস্তান্তর করেন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এমএ আলী ও ম্যানেজার এডমিন এন্ড এইচআর মো. হামিদুল ইসলাম খান। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা এ অর্থ প্রদান করেন।
news24bd.tv/কেআই