বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিল কেসিএমসিএইচ

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিল কেসিএমসিএইচ

অনলাইন ডেস্ক

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের (কেসিএমসিএইচ) কর্মকর্তা-কর্মচারীরা।  

বৃহস্পতিবার খুলনা সোনালী ব্যাংক কর্পোরেট শাখার মাধ্যমে ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ এই অর্থ প্রদান করা হয়।

ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আল মামুনের হাতে পে-অর্ডার হস্তান্তর করেন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এমএ আলী ও ম্যানেজার এডমিন এন্ড এইচআর মো. হামিদুল ইসলাম খান। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা এ অর্থ প্রদান করেন।

 

news24bd.tv/কেআই