ইসরায়েলি বোমা হামলায় গাজা উপত্যকায় ৩১ ফিলিস্তিনি নিহত

সংগৃহীত ছবি

ইউএনবি

ইসরায়েলি বোমা হামলায় গাজা উপত্যকায় ৩১ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের পূর্বাঞ্চলে ফিলিস্তিনিদের সমাবেশ লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন অন্তত একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন।

এদিকে, রাফার উত্তরে শিল্পাঞ্চলে একটি মোটরসাইকেলে ইসরায়েলি ড্রোন হামলায় তিন যুবক নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজার পশ্চিমে আল-আমাল হোটেলের পাশের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন: গুজরাটে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, তাদের কর্মীরা ওই বাড়ি থেকে নিহতদের লাশ এবং বেশ কয়েকজন আহতকে উদ্ধার করেছে। সেখানে এখনও কেউ আটকে আছে কি না, তার সন্ধানে তল্লাশি চলছে।
ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে, শহরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের ফলে উপত্যকার দক্ষিণে খান ইউনিসের হাসপাতালে ১৩ জনের লাশ পৌঁছেছে।

news24bd.tv/JP