পাকিস্তানে ভূমিধসে একই পরিবারের ১২ জন নিহত

পাকিস্তানে ভূমিধসে একই পরিবারের ১২ জন নিহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভূমিধসে একই পরিবারের ১২ জন নিহত হয়েছেন।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে শুক্রবার (৩০ আগস্ট) সকালে আপার-দির জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র পরিচালিত উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২।

আরও পড়ুন: মোদি-বাইডেন ফোনালাপ: হাসিনা-বাংলাদেশ নিয়ে কোনো কথা হয়নি

বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী, ছয় শিশু ও তিনজন পুরুষ রয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন।

দুর্ঘটনার সময় তারা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন।

গত কয়েক দিন ধরে পাকিস্তানের কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধস হচ্ছে।

news24bd.tv/JP