‘ইউনাইটেড এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন অব সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ’ ( UECASSC ) এর আয়োজনে, এক্স ক্যাডেট ‘শুভ রায়’ এর চিকিৎসার খরচের সহযোগিতার জন্য INTER-PLATOON SHORT PITCH CRICKET TOURNAMENT আয়োজন করা হয়।
কবি নজরুল এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সদস্য ইংল্যান্ড প্রবাসী ব্যরিস্টার কামরুল হাসান তুষারের সৌজন্যে, ইন্টার প্লাটুন শর্টপিচ চ্যারিটি ক্রিকেট টুর্নামেন্টে আটটি দলের মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনকে কবি নজরুল সরকারি কলেজ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্টটি আজ সকাল ৭ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী আজিম বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইউনাইটেড এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন অব সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ” ( UECASSC ) তৌফিক আহমেদ, কবি নজরুল সরকারি কলেজ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন’ এর সভাপতি বি.এম সায়েম।
খেলা পরিচালনায় ছিলেন সোহরাওয়ার্দী কলেজের সাবেক ইনচার্জ মোহম্মাদ সুমন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্স সি ইউ ও নুরুল হুদা।
আমন্ত্রিত দর্শকরা আর্ত মানবতার সেবায় এক্স ক্যাডেটদের এগিয়ে আসার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানায়।
news24bd.tv/তৌহিদ