দক্ষিণ চীনের শহর শেনজেনে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে একটি গুহা ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৩ জন নিখোঁজ হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বুধবার রাত ১১টার দিকে (১৫০০ জিএমটি) শেনজেন-জিয়াংমেন রেলওয়ে নির্মাণস্থলে একটি অংশের নিচের মাটি হঠাৎ ভেঙে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নিখোঁজদের জন্য অনুসন্ধান চলছিল এবং ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, কর্তৃপক্ষ আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। শেনজেন শহরের কর্মকর্তাদেরদের মতে, উদ্ধার প্রচেষ্টার জন্য বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি প্রধান এক্সপ্রেসওয়েগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।...
দক্ষিণ চীনে রেলওয়ে নির্মাণস্থলে ধস, নিখোঁজ ১৩
অনলাইন ডেস্ক
ইরানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক
পশ্চিম ইরানে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে ছিল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীর বিস্তৃত ছিল। এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, চলতি বছরের জুনেও ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়। এতে ওই সময় চার ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়। news24bd.tv/এসএম
ভিয়েতনামে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ১২ সেনা নিহত
অনলাইন ডেস্ক
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাজনিত বিস্ফোরণে অন্তত ১২ সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (২ ডিসেম্বর) রাতে ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে বিস্ফোরণ ঘটে। ইতোমধ্যে নিহতদের বেশিরভাগের মৃতদেহ পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানা গেছে। সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে। আর এর ফলেই বিস্ফোরণ ঘটে। ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন।...
কঙ্গোতে অজ্ঞাত রোগে ৭৯ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে আফ্রিকার দক্ষিণপশ্চিমাঞ্চলের দেশ কঙ্গোতে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। মৃতদের জ্বর, সর্দিকাশি, কফ, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গ ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃত ব্যক্তিরা কোনো ভাইরাসে সংক্রমিত কিংবা রোগে আক্রান্ত ছিলেন কি না সে বিষয়ে কিছু বলতে পারছে না দেশটির সরকার। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে জ্বর, সর্দি, কাশি, কফ, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গে আক্রান্ত আরও ৩০০ জনের বেশি মানুষ চিকিৎসকের কাছে এসেছেন। কঙ্গোর নাগরিক সমাজের নেতা সেপোরিয়েন মানজানজা রয়টার্সকে বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশটিতে উদ্বেগ ছড়িয়েছে। এধরণের উপসর্গে আক্রান্ত মানুষের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত