সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের মুখপাত্র হাসান আবদুলঘানি দাবি করেছেন, তাদের বাহিনী রাজধানী দামেস্ক ঘিরে ফেলার উদ্দেশ্যে সামরিক অভিযান শুরু করেছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হাসান আবদুলঘানি বলেন, এই অভিযান আমাদের পরিকল্পনার চূড়ান্ত ধাপ। আমাদের লক্ষ্য হলো রাজধানী দামেস্ককে পুরোপুরি ঘিরে ফেলা। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। বিদ্রোহীদের এই পদক্ষেপ সিরিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। এদিকে সিরিয়ার সামরিক বাহিনী বিদ্রোহীদের এই দাবি নাকচ করে দিয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, দামেস্ক অঞ্চলে তাদের অবস্থান শক্ত রয়েছে এবং তাদের সেনাদের কোনো ধরনের পিছু হটার ঘটনা ঘটেনি। সিরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ছড়ানো মিথ্যা প্রচারণা।...
দামেস্ক ঘিরে ফেলার দাবি সিরিয়ার বিদ্রোহীদের
অনলাইন ডেস্ক
রাখাইনে ফের বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
মিয়ানমারের রাখাইনে ফের বিমান হামলা ও ভারী গোলা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) ভোর থেকে বিস্ফোরণের শব্দ ভেসে শোনা যায়। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত টানা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। টেকনাফ সীমান্তের বাসিন্দা মো. আলমগীর আকাশ জানান, মিয়ানমারের চলমান যুদ্ধে আরাকান আর্মি গত ১০ মাসে রাখাইনের অধিকাংশ সেনা ক্যাম্প ও বিজিপির সীমান্ত চৌকি দখল করে নেন। এখন আরাকান আর্মি রাখাইনের মংডু শহর পুরোপুরি দখল নিতে হামলা চালাচ্ছে। অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীও শহরটি নিয়ন্ত্রণে রাখতে পাল্টা বিমান হামলা ও ভারী গোলাবর্ষণ করছেন। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির...
আসামে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। শনিবার (৭ ডিসেম্বর) গ্রেপ্তার করা এই ছয়জনের মধ্যে দুইজন নারী রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক সীমান্তে টহলরত পুলিশ সদস্যরা তাদের শনাক্ত ও গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. দিদারুল ইসলাম, সেন্টু খান, ইসমাইল হুসাইন রাহাত, সাকিব হুসাইন, সাথী আক্তার এবং মীম শেখ। গ্রেপ্তারের পর তাদের বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী এবং পুলিশ জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়ানো হয়েছে। আসামের এক হাজার ৮৮৫...
আবারও হত্যার হুমকি মোদিকে!
অনলাইন ডেস্ক
আবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৭ ডিসেম্বর) মোদিকে প্রাণনাশের হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কাছে বার্তা পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, যে নম্বর থেকে হোয়াটস অ্যাপে বার্তাটি পাঠানো হয়েছে, সেটি রাজস্থানের আজমেরের বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়েছে। ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদিকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে। যদিও পুলিশ এই নিয়ে বিশদে কিছু জানায়নি। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। বা তিনি মত্ত অবস্থায় এই মেসেজ করে থাকতে পারেন। এই নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এই হুমকির বার্তা পাওয়ার পরে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর