কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে চার রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (১ মে) সকালে দমদমিয়ার লাল দ্বীপ সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেনআরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তাঁরা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, প্রতিদিনের মতো আজও একটি ড্রামের ভেলায় করে নাফ নদে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। তখন হঠাৎ মিয়ানমারের দিক থেকে আসা আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে যায়। তিনি আরও...
চার জেলেকে অপহরণ আরাকান আর্মির, টেকনাফে চরম আতঙ্ক
অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গায় মহান মে দিবস উদযাপন
চুয়াডাঙ্গা প্রতিনিধি:

শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস ঘিরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে র্যালিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস। এতে...
ঝিনাইদহে মহান মে দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি

শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করেএই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ শহরের নিমতলা এলাকায় বিএনপির পার্টি অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কালিগঞ্জ-কোটচাঁদপুর-মহেশপুর মোটর মালিক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। রিপন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস রহমান মিঠু,...
শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি: দুলু
নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজ বৃহস্পতিবার (১লা মে) সকালে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় মহান মে দিবসে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা পতনের আন্দোলন করতে গিয়ে নাটোরের তিন গার্মেন্টস শ্রমিক সোহেল, রমজান, হৃদয় ঢাকায় অংশগ্রহণ করেন। সেই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা তাদের হত্যা করে। আজ তাদের রক্তের বিনিময়ে আমরা কথা বলতে পারছি। তাদের জীবনের বিনিময়ে আজ স্বাধীনতা, তাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। বিএনপি নেতা দুলু...