পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেনের কাছে বিএনপির পক্ষ থেকে এ প্রস্তাব জমা দেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবেক সচিব এস এম জহিরুল ইসলাম দলের পক্ষ থেকে এ প্রস্তাব জমা দেন। উল্লেখ্য, পুলিশ প্রশাসনিক সংস্কারে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদকে প্রধান করে একটি কমিটি গঠন করেছিল বিএনপি।...
পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাব জমা দিল বিএনপি
অনলাইন ডেস্ক
‘স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে ১৬ বছর মানুষের অধিকার হরণ করেছে’
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু ছিল বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে দীর্ঘ ১৬ বছর একত্র হয়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছিল। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন। পোস্টে তারেক রহমান বলেন, ৬ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে দীর্ঘ ৯ বছরের রক্তস্নাত আন্দোলনের পর পতন ঘটেছিল স্বৈরশাসনের। এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র নস্যাৎ ও সামরিক শাসন জারির মাধ্যমে সাংবিধানিক রাজনীতির পথচলা স্তব্ধ করেছিলেন। তিনি...
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাত্রশিবিরের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
দেশে জেঁকে বসতে শুরু করেছে কনকনে শীত। দেশের প্রান্তিক এলাকাগুলোতে শীতের তীব্রতা আরও বেশি। শীতবস্ত্রের অভাবে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে যায় এ সময়। এমন পরিস্থিতিতে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসুচি২০২৪-এর মাসব্যাপী কার্যক্রম উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২.০০ টায় এ কর্মসুচির উদ্বোধন করা হয়। এসময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, দেশের মানুষের কষ্ট লাঘব করার প্রকৃত দায়িত্ব সরকারের। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো, বিগত সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার পরিবর্তে নিজেদের দলীয় কর্তাদের পকেট ভারি করেছে। তারা জনগণের টাকা হাতিয়ে নিয়ে দেশ-বিদেশে বড় বড় অট্টালিকা নির্মাণ করেছে। অথচ জনগণের দুর্ভোগ কমাতে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আশা করি, বর্তমান...
ভারত দাঙ্গা সৃষ্টিতে উসকানি দিচ্ছে: জয়নুল আবদিন ফারুক
অনলাইন ডেস্ক
ভারত হিন্দু-মুসলমান দাঙ্গার উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা বেশ উৎসাহ পাচ্ছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনবিরোধী প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন জয়নুল আবদিন। তিনি বলেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। সেজন্য অবিলম্বে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ফারুক বলেন, হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টি করার উসকানিদাতার পক্ষ নিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতার জবাব দেবে জনগণ। বিগত ফ্যাসিস্টের দোসররা এখনও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে আগরতলায় সহকারি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর