কথা সাহিত্যিক শফীউদ্দীন সরদার গুরুতর অসুস্থ

কথা সাহিত্যিক শফীউদ্দীন সরদার

কথা সাহিত্যিক শফীউদ্দীন সরদার গুরুতর অসুস্থ

নাটোর প্রতিনিধি

বরেণ্য কথাসাহিত্যিক এবং সাবেক প্রশম শ্রেণির ম্যাজিস্ট্রেট অধ্যক্ষ শফীউদ্দীন সরদার গুরুতর অসুস্থ্। জানুয়ারি মাসের শেষ দিকে তিনি ফুসফুস ও কিডনীর জটিলতায় আক্রান্ত হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১০ দিন তিনি আইসিইউতে ছিলেন। অধ্যক্ষ শফীউদ্দীন সরদারকে সোমবার ভোরে তাঁর নিজ বাড়ি নাটোর শহরের শুকুলপট্টির ‘সরদার মঞ্জিল’ এ নিয়ে আসা হয়।

পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তার ছেলে-মেয়েরা।

উল্লে­খ্য, অধ্যক্ষ শফীউদ্দীন সরদার ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয় থেকে শুরু করে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ১৭টি পৃথক উপন্যাসের মাধ্যমে তুলে ধরে জাতির জন্য ব্যাপক অবদান রেখেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর