বহুল আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) রাতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক কর্মচারী।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হাজী সেলিমকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (২ সেপ্টেম্বর) সকালে কোনো এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় রাস্তায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছিলেন হাজী সেলিম। সরকার পতনের পর একদম গা ঢাকাই দিয়েছিলেন তিনি।
news24bd.tv/SHS