লেবাননের স্পিকার নবী বেরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।
গত বৃহস্পতিবার লেবাননের স্পিকারের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈরুতের বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে রাষ্ট্রদূত লেবাননের স্পিকারকে বাংলাদেশের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের বাধ্যতামূলক কাজ সম্পর্কে অবহিত করেন।
লেবাননের স্পিকার ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান এবং তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হবে।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও লেবাননের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
news24bd.tv/DHL