অন্তর্বর্তী সরকারের এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, জনগণকে তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা আমাদের দিতে হবে, এটাই প্রধান লক্ষ্য। আজ সোমবার রাজধানীর তেজগাঁও ভূমি কার্যালয়ে তিনি এ কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সকালে ভূমি ভবনে আসেন এই উপদেষ্টা। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিত হন তিনি।
এ সময় তিনি বলেন, যেই ছাত্র-জনতার আন্দোলনের কারণে আমরা সরকারে এসেছি তাদের প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি সেটা হবে আমাদের প্রথম চ্যালেঞ্জ।
পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানের কথাও বলেন তিনি। নীতি নির্ধারণ অবহিতকরণ সভায় ভূমি সচিবসহ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
news24bd.tv/TR