৭ দিনের মধ্যে সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে

৭ দিনের মধ্যে সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে

অনলাইন ডেস্ক

আগামী ৭ দিনের মধ্যে সকল সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এরমধ্যে যারা জমা দিবেন না, তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান।

আজ সোববার (২ সেপ্টেম্বর) এ কথা জানান জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান।

তিনি বলেন, 'সরকার সিদ্ধান্ত নিয়েছে, সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে হবে।

এখন কী পদ্ধতিতে কিভাবে জমা দেবেন সে বিষয়ে আমরা ফরম্যাট রেডি করে দেব। এ ছাড়া ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা এবং ২০১২ সালের শুদ্ধাচার কৌশল যুগোপযোগী করা হচ্ছে। '

তিনি আরও বলেন, আয়কর আইন-২০২৩ অনুযায়ী এসব তথ্য গোপন থাকবে। আবার কোনো কোনো সচিব বলেন, পরিবারের সম্পদের হিসাবও জমা দিতে হবে।

তবে প্রত্যেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হিসাব বিবরণী জমা দেবেন। আর এই তথ্য গোপন রাখবে কতৃপক্ষ। এবং তা জনগণের কাছে প্রকাশ করা যাবে না। এর জন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ করতে হবে। কারণ যে জনবল আছে তা দিয়ে প্রায় সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীর সম্পদের হিসাব যাচাই-বাছাই করা অসম্ভব।

উল্লেখ্য, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ কার্যকর করা হয়েছিল ৪৪ বছর আগে। এরপর ২০০২ ও ২০১১ সালে তা সংশোধন করা হয়। কিন্তু প্রয়োজনীয় নির্দেশনাগুলো সংশোধন করা হয়নি। তাই ২০১৪ সালে ফের এর সংশোধন কার্যক্রম শুরু হয়। কিন্তু ১০ বছরেও সেটি চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ সরকার।

news24bd.tv/JP