নড়াইলে বেপরোয়া গতিই কাল হলো মাদ্রাসা ছাত্রের

নড়াইলে বেপরোয়া গতিই কাল হলো মাদ্রাসা ছাত্রের

নড়াইল প্রতিনিধি:

বেপরোয় গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নড়াইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মটর সাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২সেপ্টেম্বর) সকালে যশোর-কালনা মহাসড়কে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া বাসষ্টাণ্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মাদ্রাসা ছাত্রের নাম তাজিম হাসান। তিনি নড়াইল সদর পৌরসভার দুগাপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

তিনি লক্ষীপাশা মাদ্রাসায় জামাতে জালালাইন শ্রেণিতে পড়তেন।  

সোমবার সকালে তাজিত নিজের মটর সাইকেলে তাদের বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দত্তপাড়া বাসষ্টাণ্ডে তিনি দ্রুতগতিতে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তার মটর সাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেলের অগ্রভাগ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

news24bd.tv/কেআই