রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল নাগরিক ঐক্য

নাগরিক ঐক্য

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল নাগরিক ঐক্য

অনলাইন ডেস্ক

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য। সোমবার (২ সেপ্টেম্বর) এ নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।  

আজ নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নাগরিক ঐক্য’কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়েছে। দলটির জন্য কেটলি প্রতীক বরাদ্দ করা হয়েছে।

এর নিবন্ধন নম্বর ৫২।  

৫২তম নিবন্ধিত এই রাজনৈতিক দলের সভাপতি হিসেবে রয়েছেন মাহমুদুর রহমান মান্না।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক