সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার, কুড়িল বিশ্বরোডে যান চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীর আশ্বাসে অবশেষে রাজধানীর কুড়িল বিশ্বরোডে করা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। ফলে দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টা পর এ পথে শুরু হয়েছে যানচলাচল।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পৌনে ২টার দিকে তারা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল শুরু হয়।
প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন প্রদান, হাজিরা বৃদ্ধি, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার প্রগতি স্মরণী সড়ক অবরোধ করে রাখেন ইউরোজন ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। এতে কুড়িল বিশ্বরোড এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
জানা গেছে, প্রগতি সরণির কুড়িল অংশে প্রথমে অবরোধ করেন শ্রমিকরা।...
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি টিম বাজার তদারকি করছে। এ সময় তদারকি টিম ১ জন দোকান মালিককে ৭০০০ জরিমানা করে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, আটা, কাচা মরিচ, সবজি, মাছ ও মুরগীর বাজারে তদারকি করা হয়।
টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়ের কয়েকদিনের রশিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা , মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা দেন। অভিযানে লক্ষ্য করা গেছে, গত কয়েক দিনের তুলনায় ডিম,...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি গাড়ি বনানীর বাসা থেকে শেখ ফজলে নূর তাপসের জন্য প্রতিদিন দুপুরে খাবার আনতে যেত। এ কাজের জন্য করপোরেশনের পরিবহন বিভাগের একজন চালক নিয়োজিত ছিলেন। বনানী থেকে ফুলবাড়িয়ায় দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনে টিফিন বক্সে করে খাবার আনতে ওই গাড়ির জন্য বরাদ্দ ছিল দিনে ২০ লিটার জ্বালানি তেল (অকটেন)।
এখন এক লিটার অকটেনের দাম ১২৫ টাকা। সে হিসাবে তাপসের বাসা থেকে দুপুরের খাবার আনার পেছনে দিনে ব্যয় হতো ২ হাজার ৫০০ টাকা। তাপসের খাবার আনার কাজে ব্যবহৃত ওই গাড়ির (সেডান কার) জন্য শুক্র ও শনিবার ছাড়া মাসে বরাদ্দ ছিল ৪৪০ লিটার অকটেন। সব মিলিয়ে গাড়ির পেছনে জ্বালানি বাবদ মাসে খরচ হতো ৫৫ হাজার টাকা, যা বছরে ৬ লাখ ৬০ হাজার টাকা।
তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্বে ছিলেন ৫১ মাস। সে হিসাবে শুধু দুপুরের খাবার আনার জন্য গাড়ির জ্বালানি বাবদ...
দৈনিক দিনকালের সাংবাদিক তানভীর আহমেদ খান (৩০) এর অকাল মৃত্যুতে শোকাহত দিনকাল পরিবার। মরহুমের রুহের মাগফেরাত কামনায় আজ বুধবার (৯ অক্টোবর) বাদ আসর দোয়া ও মিলাদের আয়োজন করে পত্রিকাটি।
দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক ও বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের সভাপতিত্বে, দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দীন স্বপন, নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম ও ব্যারিষ্টার রাগীব চৌধুরী, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ প্রয়াত তানভীরের সহকর্মী ও অতিথিগণ।
এসময় দিনকালের জ্যৈষ্ঠ সহকর্মীগণ তানভীরকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন এবং তার রেখে যাওয়া মাসুম বাচ্চা ও পরিবারকে দেখভালের জন্য দিনকাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত সবার মুখে তানভিরের...