বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে শফিকুল আলম লেখেন, আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশের অন্যতম প্রধান বন্দর চট্টগ্রামের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক শীর্ষস্থানীয় বন্দর পরিচালকদের সঙ্গে অংশীদারত্ব অপরিহার্য বলে মনে করেন তিনি। প্রেস সচিব বলেন, শীর্ষ বৈশ্বিক অংশীদারদের যুক্ত না করলে এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। তবে সফল হলে এটি আন্তর্জাতিক বিনিয়োগকারী ও...
অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
অনলাইন ডেস্ক

আ. লীগ নিষিদ্ধে ডাকা বিক্ষোভে সকলে যোগ দিন: হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ আহ্বান জানান তিনি। তিনি আরও লিখেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন। এর আগে এনসিপির পক্ষ থেকে এ সমাবেশের কথা জানান দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের বিচার এবং দলটিসহ সব অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (২ মে) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করছি। আপনার সবাই স্বতঃস্ফুর্তভাবে যোগ দিন। গতকাল বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় দলের...
এপ্রিলে ১১১ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত নিউজ টোয়েন্টিফোর ডিজিটাল
নিজস্ব প্রতিবেদক

এপ্রিলে ১১১ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে নিউজটোয়েন্টিফোর ডিজিটাল। ১১১ কোটি ভিউয়ের পাশাপাশি এ সময়ে নিউজটোয়েন্টিফোর ডিজিটালে এঙ্গেজমেন্ট ছিল ২১৮ কোটি। নিউজ টোয়েন্টিফোরের ওয়েবসাইট (news24bd.tv), ফেসবুক পেজ (NEWS24) এবং ইউটিউব চ্যানেল(NEWS24) এই তিন প্লাটফর্ম থেকে এই পরিমাণ দর্শক ও পাঠক এপ্রিলে যুক্ত হয়েছেন নিউজ টোয়েন্টিফোরে। এভাবে যুক্ত থাকার জন্য পাঠক ও দর্শকের ধন্যবাদ জানাচ্ছে নিউজ টোয়েন্টিফোর।...
খুনির সমর্থকরা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার বাদ দিন : মুশফিকুল ফজল আনসারী
অনলাইন ডেস্ক

শেখ হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে সাংবাদিক লেখা পরিত্যাগ করার পরামর্ দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। আজ বৃহস্পতিবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ হরণকারী, জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পলাতক ওই খুনির পক্ষাবলম্বনকারীরা সাংবাদিক হতে পারে না। তিনি আরও লেখেন, হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে সাংবাদিক লেখা পরিত্যাগ করুন। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে পালিয়ে রয়েছেন। কিন্তু ভারতে পালিয়ে থেকেও বিভিন্ন মাধ্যমে নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর