ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। ‘আলো আসবেই’ নামের সেই চ্যাটগ্রুপে তিন মন্ত্রীসহ ছিলেন শোবিজ জগতের অনেক তারকা।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আলো আসবেই গ্রুপের বেশ কয়েকটি স্ক্রিনশট ফাঁস হয়। এরপর রাতের মধ্যে প্রায় ১৫০-এর ওপরে স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আলো আসবেই গ্রুপের অন্যতম অ্যাডমিন ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। ফাঁস হওয়া একটি স্ক্রিনশটে দেখা গেছে, ছাত্র-জনতার আন্দোলন দমনে বড় দায়িত্বই পেয়েছিলেন তিনি।
এক মেসেজ রিয়াজ ওই সময়ে সবাইকে একতাবদ্ধ থাকতে বলেন।
১. আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই
২. সময়টা আমাদের প্রতিকূলে
৩. আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার, তাই শক্তি ও মনোবল ধরে রাখতে হবে
৪. এই সময়ে কাউকে আঘাত করে কিছু বলা যাবে না বা করা যাবে না
৫. যেকোনো মূল্যে এ আন্দোলন দ্রুত থামাতে হবে
৬. সোশ্যাল মিডিয়ায় একজন আরেক জনকে সাপোর্ট দিতে হবে
৭. একজনের যেকোনো ধরনের বিপদে, সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে
৮. সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে, তাহলে আমরা সবাই মিলে এ তুফান পাড়ি দিতে পারবো।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে পতিত আওয়ামী লীগ সরকারের ‘প্রোপাগান্ডা সার্ভ’ করার জন্য শোবিজের নামকরা তারকাদের নিয়ে গঠিত হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যেখান থেকে আসতো অনেক নির্দেশনা। কখন কোথায় এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে কথা বলতে হবে, কী করতে হবে; এছাড়া যেসব তারকা ছাত্র-জনতার পক্ষে, তাদের নামে কুৎসা রটানো হতো এই চ্যাট গ্রুপে।
এদিকে, শুধু ফেরদৌস-রিয়াজরা নয়, এই গ্রুপে ছিলেন অরুণা বিশ্বাস, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, তানভীন সুইটি, চিত্রনায়ক জায়েদ খান, শমী কায়সার, শামীমা তুষ্টি, সুবর্ণা মোস্তফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনাসহ আরও অনেকে।
news24bd.tv/SHS