দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস। বয়স ৪৪। অভিনেতা এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। বাহুবলি সিনেমার সাফল্যের পর তারকা বনে যান তিনি। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন। এমনকি এই সিনেমার প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়।
প্রভাস বিয়ে করতে যাচ্ছেন বেশ কয়েকবার এমন গুঞ্জন উঠলেও, তা আলোচনা-সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ। ফের বিয়ের ইস্যু নিয়ে খবরের শিরোনাম হলেন প্রভাস। এবার তিনি বিয়ের ঘোষণা দেবেন বলে ইঙ্গিত দিলেন প্রভাসের কাকি।
ভারতীয় গণমাধ্যমের খবর, প্রভাসের কাকা প্রয়াত অভিনেতা কৃষ্ণা রাজুর স্ত্রী শ্যামলা দেবী কনক দুর্গা মন্দিরে গিয়েছিলেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রভাসের বিয়ের ইঙ্গিত দেন।
তিনি জানান, খুব শিগগিরই বিয়ের ঘোষণা দেবেন প্রভাস। তবে প্রভাসের হবু স্ত্রী কে তা জানতে চাইলে টু শব্দও...
প্রকাশ পেয়েছে ভুল ভুলাইয়া ৩-এর প্রায় চার মিনিটের ট্রেলার। বুধবার (৯ অক্টোবর) ট্রেলারটি মুক্তি পায়। সিনেমাটিতে রয়েছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান। সিনেমায় ভূতুড়ে বাংলোয় অশরীরী রূপে ধরা দিয়েছেন দুজনে। দুইজনের ভিতর আসল মঞ্জুলিকা কে সেই রহস্যের সন্ধান করেছে কার্তিক আরিয়ান।
ভুল ভুলাইয়া ৩ সিনেমাতে বিদ্যা বালান ফিরছেন তা আগেই শোনা গিয়েছিল। বুধবার (৯ আগস্ট) এই সিনেমার ট্রেলারে প্রকাশ পেয়েছে বিদ্যার রোমহর্ষক রূপ। তবে তিনি একা নন, মঞ্জুলিকা রূপে এবার তার সঙ্গে দেখা যাবে মাধুরি দীক্ষিতকেও।
ট্রেলারের শুরুতেই অশরীরী রূপে কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন মঞ্জুলিকা, তারই একটি সংক্ষিপ্ত বিবরণ শোনা যায়। এরপর আমি মঞ্জুলিকা বলে চিৎকার করে ওঠেন বিদ্যা।
কয়েক মিনিটের মধ্যে মঞ্জুলিকা রূপে দেখা যায় মাধুরিকেও। ট্রেলারে সঞ্জয়...
ফের বিয়ের পিঁড়িতে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত! হ্যাঁ, ঠিকই পড়েছেন। সম্প্রতি ঘরোয়া অনুষ্ঠানে ফের সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা। ১৬ বছর পর কেন আবার ছাদনাতলায় সঞ্জয়? সঞ্জয়ের পাত্রীকে? তা নিয়ে চলছে নানা চর্চা।
গেরুয়া রঙের পাঞ্জাবি, ধুতিতে একেবারে বর বেশে দেখা গেল সঞ্জয় দত্তকে। আসলে সম্প্রতি বাড়ি বদল করেছেন সঞ্জয় দত্ত। আর সেই কারণেই দুর্গাপুজোর আবহে গৃহপ্রবেশ করেছেন তিনি। সেই গৃহপ্রবেশ অনুষ্ঠানের মধ্যেই স্ত্রী মান্যতাকে নিয়ে ফের সাত পাকে বাঁধা পড়লেন সঞ্জয়।
জানা গেছে, সঞ্জয়ের বিশ্বাস, নতুন বাড়ির সঙ্গে ফের সাত পাকে বাঁধা পড়লে সংসার অটুট থাকে। আর সেই কারণেই ৬৫ বছর বয়সেও ফের ছাদনাতলায় অভিনেতা।
২০০৮ সালে সঞ্জয় বিয়ে করেন মান্যতাকে। তবে সঞ্জয়ের জীবনে মান্যতার গুরুত্ব প্রচুর। তবে মান্যতা শুধুই স্ত্রী নন, তার ম্যানেজারও বটে।...
ঢালিউড অভিনেতা শাকিব খান দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গোপনেই দুই বিয়ে করেছিলেন তিনি। যদিও একটি সংসারও টেকেনি তার।
প্রথমে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে। সেই সংসার টিকেছিল ১০ বছর।
এরপর ২০১৮ সালে অপু বিশ্বাসকে ডিভোর্স দেন অভিনেতা। তারপর শাকিব বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। তবে সেই সংসারও টেকেনি। বিয়ের কয়েক বছরের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।
শাকিবের জীবনে অপু-বুবলী, দুজনেই এখন অতীত। যদিও নায়কের দুই সংসারে দুইটি সন্তান রয়েছে।
তবে শাকিব খানের পরিবার চাচ্ছে, আবার বিয়ে করুক শাকিব। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন শাকিব খান।
সাক্ষাৎকারে নিজের তৃতীয় বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন তিনি। শাকিব বলেন, মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনও তাড়াহুড়ো...